আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার আমতলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমতলী নতুন বাজার এলাকায় ফল এবং মুদি-মনোহারী দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আশরাফুল আলম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বেশি দামে ফল বিক্রি করায় ফল ব্যবসায়ী খোকন ব্যাপারী ও কামাল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞবিচারক ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক হাসান ও আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলামসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।