বরগুনার আমতলীতে মঙ্গলবার বিকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাজের বিনিময় খাদ্য কর্মসূচীর রাস্তার মাটি কেটে পানের বরজের কাজে ব্যবহার করছেন, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া গ্রামের জব্বার খানের ছেলে মো. জুয়েল খান। জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিদ্রাবাড়ীয়া গ্রামের কাজের বিনমিয় খাদ্য কর্মসূচীর রাস্তা কেটে মাটি নিয়ে জুয়েল খান তার পানের বরজের কাজে ব্যবহার করছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল জানান, বিষয়টি গ্রামের লোকজন তাৎক্ষনিক ভাবে আমাকে জানালে আমি চৌকিদার পাঠিয়ে নিষেধ করেছি। কিন্তু জুয়েল খান নিষেধ না শুনে মাটি কেটে পানের বরজের কাজে ব্যবহার করেছেন। অভিযুক্ত জুয়েল মাটিকেটে পানের বরজে দেয়ার কথা স্বিকার করে বলেন, কোথায়ও মাটি পাচ্ছিনা তাই রাস্তা থেকে মাটি কেটে পানের বরজে দিয়েছি পরে আবার রাস্তা বেধে দিবো। গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড.এইচ এম মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।