বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষেদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা বাদ উপজেলার শাহী মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারতে বাংলাদেশে দূতাবাসে হামলা,মুসলিম হত্যা ও বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষেদ্ধের দাবি করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাও,মোঃ হাবিবুল্লাহ,ইমাম সমিতির সভাপতি মাও,মোঃ শাহজাহান,থানা জামে মসজিদের খতিব হাফেজ মাও,আবু তাহের,শাহী মসজিদের খতিব মাও,আঃ রহমান,সাব রেজিষ্টার অফিসের খতিব মাও,মোঃ নজরুল ইসলাম,ইমাম সমতির সাধারন সম্পাদক মাও,মোঃ আইয়ুব আলীসহ প্রমুখ।