
সিরাজগঞ্জ প্রতিনিধি:সারাদেশে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে অবরোধের তৃতীয় দিনেও দেখা যাচ্ছে না দূরপাল্লার যানবাহন, এদিকে দুর্পাল্লা বাস না থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি না থাকায় অনেকেই যার যার গন্তব্যে যেতে পারছে না। আজ (২ নভেম্বর’) বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল মহাসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়। দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে বন্ধ রয়েছে। এদিকে উত্তর বঙ্গের প্রবেশদার দিয়ে চলাচল করে প্রায় ২২ টি জেলার যানবাহন কিন্ত অবরোধের তৃতীয় দিনেও যাত্রীদের দেখা গেলেও বাস চলাচল ও কাউন্টার বন্ধ রয়েছে।
সাবিনা খাতুন নামে এক গার্মেন্স কর্মী বলেন,আমার মা অসুস্থ তাই দেখার জন্য বাড়িতে এসেছি আশার পরেই অবরোধে পরে গেছি এদিকে আজকে যদি ঢাকা না যাই আমার চাকরি থাকবে না, ঢাকার উদ্দেশ্যে হাটিকুমরুল রোড বাস কাউন্টারে এসেছি, এখানে এসে দেখছি একটা গাড়িও নাই কেমনে ঢাকা যাবো।
আশিক নামে এক ব্যক্তি বলেন,আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ ঢাকা যেতে হবেই, আমি প্রায় তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে কোনো দূরপাল্লার বাস না পেয়ে ট্রাকে ৮ শ টাকা দিয়ে উঠেছি ঢাকা যাওয়ার জন্য। বি এনপির ডাকা তিন দিনের অবরোধে সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে কোন কাউন্টার খোলা দেখা যায় নাই। এ বিষয়ে হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এম এ ওয়াদুদ’) বলেন, সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহন নেই, তবে আজকে ট্রাক, পাইভিটকার পিকাব,হাইচসহ বিভিন্ন প্রকার গাড়ির চাপ বেড়েছে, তবে কোন অপিতিকর কোন ঘটনা ঘটেনি, আমরা সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।