ইয়াহিয়া খান, এনায়েতপুর: সিরাজগঞ্জের এনায়েতপুরে খুকনী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ফেব্রুয়ারি ) বিকালে খুকনী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ গনজের আলী ভূইয়ার সভাপতিত্বে স্থল পাকড়াশী ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিরাজগঞ্জ জেলার আহবায়ক জনাব আলহাজ্ব মতিয়ার রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্নআহ্বায়ক হযরত আলী, শাহজাদপুর উপজেলা কৃষকদলের সভাপতি আবুবকর রঞ্জু,, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, শাহজাদপুর পৌর কৃষকদলে সভাপতি শহিদুল ইসলাম রাজু, এনায়েতপুর থানা কৃষকদলের সভাপতি জনাব মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, থানা কৃষক দলের সহ-সভাপতি সাংবাদিক বাবু মির্জা, থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, থানা যুবদলের যুগ্নআহ্বায়ক হাসিবুর রহমান ফরিদ, খুকনী ইউনিয়ন বিএনপি’র যুগ্নআহ্বায়ক পল্লিচিকিৎসক আকছে প্রমুখ।