সিরাজগঞ্জ প্রতিনিধি:বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর টেটিয়ারকান্দায় বুধবার (৬ ডিসেম্বর’) রাত সাড়ে ৯টায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কাভার্ডভ্যানে থাকা সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। এসময় কাভার্ডভ্যান চালক মোখলেসকে মারধর করা হয়। তিনি গাজীপুরের শ্রীপুর জয়না বাজারের রইচ উদ্দিনের ছেলে।’ কাভার্ডভ্যান চালক মোকলেস জানান, গাজীপুরের মাওয়ার শ্রীপুর থেকে সাড়ে ৭ হাজার পিচ ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা পৌছলে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি অবরোধের সমর্থনে মিছিল নিয়ে এসে বোতল থেকে পেট্রোল ঢেলে (ঢাকা মেট্রো-ন ২৩-১৯০৬) কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’ পরে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার ও পরিদর্শক অপারেশন আবু সাঈদসহ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এসময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।