মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন আয়োজিত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার চাকামইয়া ইউপির নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র সভাপতি(ভারপ্রাপ্ত) মো.আল মামুন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মো.ইউনুস আলী খান। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মো.জুয়েল হোসেন, গাজীপাড়া দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মো.হাবিবুর রহমান, আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়বুর রহমান, কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.জাহাঙ্গীর হোসেন, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র সিনিয়র শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন, চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের সাবেক আহবায়ক আল মাহমুদ, চাকামইয়া বহুমুখী শিক্ষা ও সামাজিক সংগঠন’র সাবেক আহবায়ক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল প্রমুখ। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, গাজীপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.হাবিবুর রহমান।