কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক প্রয়াত রফিক বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবং মোঃ বশির উদ্দিন বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। তোমরা সব সময় বেঁচে আছো আমাদের হৃদয়…’ অনুভূতি নিয়ে শনিবার (২১অক্টোবর) রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, নেছার উদ্দিন আহমেদ টিপু, এনামুল হক, গোফরান পলাশ, মিলন কর্মকার রাজু প্রমূখ। এসময় বক্তারা প্রয়াত দুই সহোদর সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত সোনালী অর্জন নিয়ে আলোচনা করেন। এর আগে প্রয়াত দুই সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।