কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় ৫নং ওয়ার্ড চিংগড়িয়া সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া পৌর বিএনপির(০৫ নং ওয়ার্ড) সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। সভার উদ্বোধন করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা বাবু নিতাই রায় সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার কালা প্রমূখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার কাজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক হারুন-অর রশীদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সজল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, ০৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি(সাবেক) মো.জসিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, পৌর শ্রমিক দল’র সদস্য সচিব সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।
প্রধান অতিথি হাজী হুমায়ুন সিকদার বলেন, কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কাছে ভোটের কথা বলবো না, আমরা শুধু একটা কথাই বলবো ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে আমরা আপনাদের জন্য কি কাজ করেছি, আমরা যদি আপনাদের পাশে থেকে থাকি আপনারা যদি শান্তিতে, নির্বিঘ্নে থেকে থাকেন, আমরা যদি ভালো কাজ করে থাকি, তাহলে আপনাদের বিবেক কাজ করবে আপনারা কি করবেন।