কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এ মিছিল করা হয়। এতে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশগ্রন করেন। এ সময় হরতাল বিরোধী স্লোগান দেওয়া হয়। মিছিলটি পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় মনোহরীপট্টিতে এক শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।
এদিকে উপজেলার মহিপুর, কুয়াকাটায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা।