কলাপাড়া,(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ার বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক মিয়া (৭৩) বুধবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মহিপুরে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এতিমখানা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর শহরের এতিমখানা মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্য বৃন্দ। কলাপাড়া,পটুয়াখালী।