
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া এসকে জেবি মাধ্যমিক বিদ্যালয়ের স্থানান্তর সীমানার দুরত্ব কমিয়ে ১ কিলোমিটারের মধ্যে রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকসহ হাজারো মানুষ।
শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউপির মুক্তিযোদ্ধা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জনগণ ও শিক্ষার্থী অভিভাবকরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, পাঁচ শতাধিক স্কুলপড়ুয়া শিক্ষার্থীর বিদ্যালয়টির ভূমমি পায়রা বন্দর অধিগ্রহন করে। বর্তমানে বিদ্যালয়টি ৭ কিলোমিটার দুরে স্থানান্তর করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রি মহল। এতো বেশি দূরত্বে বিদ্যালয়টি স্থানান্তর করলে ভেঙ্গে পড়বে গ্রামীণ শিক্ষা ব্যাবস্থা।
তাই দুরত্ব কমিয়ে বিদ্যালয়টি ৯ নং ওয়ার্ডের চান্দুপাড়ায় স্থানান্তর করার জোর দাবী জানান তারা।