
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত ব্যাক্তি জেলে না অন্যকেউ তা জেলেরা ঠিক চিনতে পারছে না।
স্থানীয় কালাম মাঝি জানান, রবিবার সকালে সমুদ্রের মাছ শিকার করে ফেরার পথে অর্গলিত একটি মরদেহ ভাসতে দেখি। পরে রশি দিয়ে মরদেহটি তীরে টেনে নিয়ে আসি। পরে পুলিশকে খবর দিলে কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি অর্ধ গলিত হওয়ার কারণে তার পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে তার বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে। প্রাথমিক কাজ শেষে আমরা পটুয়াখালীতে ময়নতন্ত্রের জন্য প্রেরণ করবো। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।