প্রেস বিজ্ঞপ্তিঃ
কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রসুলপুর “চ্যানেল এস” প্রতিনিধি ও জনপ্রিয় পএিকার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ১৬ ডিসেম্বর সকালে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রসুলপুরে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জি.এম মাসুদ ঢালী, স্হায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাব,ঢাকা ও সিনিয়র প্রতিবেদক, চ্যানেল এস। ইব্রাহিম মিয়া, সভাপতি, ভারপ্রাপ্ত সম্পাদক ,জাতীয় সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকা। মিয়া আব্দুল হান্নান,বাংলাদেশ ফেডালে সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজেইউনি) ও ইউনিট প্রধান, দৈনিক এশিয়া বাণী। শাহ্ আলম শাহ্ নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ও স্টাফ রিপোর্টার, দৈনিক চৌকস। রিনাত ফৌজিয়া, উপজেলা নির্বাহী অফিসার,কেরানীগঞ্জ ঢাকা। শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কেরানী গঞ্জ ঢাকা। শরিফ হোসেন, সার্টিফিকেট সহকারী, নির্বাহী অফিসারের কার্যালয় কেরানীগঞ্জ ঢাকা। শ্রী জীবন বিশ্বাস,আই.ডি টেকনিশিয়ান, নির্বাহী অফিসারের কার্যালয় কেরানীগঞ্জ ঢাকা। শ্রী সুব্রত দাস রনক,সিনিয়র রিপোর্টার, এডভোকেট আমিনুল করিম লিটন,আইন উপদেষ্টা,জাতীয় সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকা। কাজী সাইফউদ্দিন ঢাকা জেলা প্রতিনিধি, দৈনিক এশিয়া বাণী। সার্বিক সহযোগিতায় মসলিম উদ্দিন আহমেদ,মনির হোসেন, বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলার “চ্যানেল এস” এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি “চ্যানেল এস” এর ভাইস চেয়ারম্যান জে এইচ পান্না অফিসিয়াল বিশেষ কাজের কারণে অনুষ্ঠানে আসতে গারেনি। গরে আনুষ্ঠানিক উদ্বোধন ও মিলাদ দোয়ার আয়োজন করা হয়।