
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃকেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার সকালে জেলা সদরের জগদল বাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই কর্মসূচি পালন করে দলটি। পরে সড়কের পাশেই সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছে। তবে কেয়ারটেকার সরকার ছাড়া এ দেশের জনগণ আর কোন নির্বাচন মানবেনা। তিনি আরও বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে দীর্ঘ ১১ মাস ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। শুধু তাই নয়, সরকারের ষড়যন্ত্রে মিথ্যা মামলায় গত আড়াই বছর ধরে দলটির শীর্ষ নেতারাও কারাবন্দি। অবিলম্বে তাদেরসহ সকল রাজবন্দিদের মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তিনি। এসময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার আলীসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।