সুনামগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী শিক্ষার্থী হত্যার বিচার ও পুলিশের নির্যাতন বন্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কোটা বিরোধী সাধারন শিক্ষার্থীরা। এদিকে এই কোটা বিরোধী আন্দোলন প্রতিহত করতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের ট্রাফিক পয়েন্টে এস জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়ে। শনিবার দুপুরে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারী সাধারন ছাত্রছাত্রীদের ব্যানারে পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে তাতে যোগ দেয় সুনামগঞ্জ জেলা ছাত্রদল ও ছাত্রশিবিরের বেশ কিছু নেতাকর্মীরা । তারা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক পয়েন্ট হয়ে তাদের নিজ নিজ বাসাবাড়িতে চলে যেতে পুলিশ বললে তারা চলে যায়। মিছিলে এ সময় সাধারন ছাত্রছাত্রীদের সাথে যোগ দেন প্রমুখ। এদিকে বিপরীত দিক থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা এর প্রতিবাদে লাঠি হাতে একটি মিছিল পুরাতন বাসস্ট্রেশন এলাকায় হয়ে ট্রাফিক পয়েন্টে এসে জড়ো হয়। এতে উভয় মিছিলে ছাত্রছাত্রীদের
মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। এ সময় জেলা আওয়ামীলীগের সদস্য অমল কান্তি করসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখে। ছাত্রলীগের মিছিলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের কিছু নেতাকর্মীদের অংশগ্রহন করতে দেখা যায়। কোটা বিরোধী আন্দালনরত শিক্ষার্থীদের ব্যানারে অংশগ্রহন করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে। এ সময় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে ও পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল
জোরদার থাকায় কোন ধরনের অপ্রীতিকট ঘটনা ঘটেনি। বিক্ষোভ কোটাবিরোধী মিছিলে শিক্ষার্থী জানায়, দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতন হামলা মামলাসহ সকল শহীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের নিকট দাবী জানান।