নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা সামসুদ্দিন খানের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বাদ আসর বন্দর ১নং খেয়াঘাটে বন্দর থানা ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খান মাসুদের পিতা সামসুদ্দিন খানের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বন্দর বেবিস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু সুফিয়ান আল কাদরি। এসময় দোয়ায় অংশগ্রহণ করেন, ডালিম হায়দার, শেখ মমিন, মোঃ মাসুম আহমেদ, মোহাম্মদ হোসেন, বাপ্পী পাঠান, লাভলু প্রধান, খায়রুল আলম সুজন, উজ্জল আলী প্রমূখ। এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন, বন্দর থানা ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির কানুন, লাইনম্যান রাজু আহমেদ, সংগঠনের নিজাম উদ্দিন নিঝু, আলী মোস্তফা, মোক্তার, রওশন সহ সংগঠনের নেতৃবৃন্দরা।