সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’ প্রতিপাদ্যের আলোকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পর্যায়ে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) উদযাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডা. জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমুখ। এছাড়া সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ।