সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণে রমেন ড্রাগ হাউস ৭ হাজার, গুরুদেব ড্রাগ হাউজ ২ হাজার, ইউনাইটেড মেডিকেল হল ৩ হাজার ও মিলন কসমেটিক্সকে ২ হাজার মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোয়াইব মিয় এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভংকর চন্দ্র দাস ও গলাচিপা থানার এসআই উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত ছিলেন।