শেখ মোঃ সাইফুল ইসলাম (গাইবান্ধা)।আগামী ৭ই জানুয়ারি রোজ রবিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ক্ষমতাসীন দল আ”লীগ প্রধান বিরোধী দল জাপাকে আসনটিতে প্রতীক ছাড়া দিলেও ভোটের মাঠে এখনও পিছিয়ে আছেন লাঙ্গল। আসনটির হাট, বাজার, বন্দর, পাড়ায়-মহল্লায় মহল্লায় সাধারণ ভোটারদের মুখেমুখে ব্যাপক হাড়ে সতন্ত্র প্রার্থী প্রকৌশলী নাহিদ নিগার সাগরের ঢেঁকি প্রতীকের গুনগান নিয়ে ব্যাস্ত হয়ে পরেছেন নারী ও পুরুষ ভোটাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর আগে থেকেই আনটির সাধারণ ভোটাররা মহাজোটের সংসদ সদস্য শামিম হায়দার পাটোয়ারীর বিগত ৭ বছরের উন্নয়ন নিয়ে খোপ প্রকাশ করতে থাকেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উর্নিত হতে যাচ্ছে সোনার বাংলা। সেই বাংলার একটি সংসদীয় আসন সুন্দরগঞ্জ উপজেলা। এ আসনে নিম্নতম উন্নয়নের ছোঁয়া না লাগার কারণে, ক্ষমতাসীন দল আ”লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতীকের প্রার্থী দাবি করেছিলেন জনগণ। ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনের মতো নৌকা প্রার্থী না পেয়ে, সুন্দরগঞ্জের উন্নয়ন নিয়ে হতাশায় পড়েন জনতা। এ আসনের জনগণ বাদ্য হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীকে ভোট দিয়েছিলেন ভোটাররা। বর্তমান আসনটির জনগণ বলছে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জের জনগণ আর বাদ্য হয়ে ভোট দিবে না। ভোটের মাধ্যমে ভোটাররা তাদের ক্ষমতা প্রয়োগ করে আসনের উন্নয়ন করতে চায় সাধারণ ভোটার। সেই লক্ষ্যেই দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সাবেক সংসদ সদস্য শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের বড় ভাগ্নি প্রকৌশলী নাহিদ নিগার সাগরের ঢেঁকি প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে ঢেঁকির গণজোয়ার তুলেছেন ভোটাররা।