চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০০ লিটার চোলাই মদসহ নাছির উদ্দিন প্রকাশ সুজন(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে বোয়ালখালী উপজেলা আহলা করলডেঙ্গা ইউনিয়নের চম্পা তালুকদার পাড়ায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার নাছির পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি নয়া বাড়ির আলী আহাম্মদের ছেলে। থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বলেন, গাড়ির জন্য অপেক্ষায় থাকা নাছিরের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হলেও এগ্রুপের আরো তিনজন পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে ধারায় নাছিরসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।পলাতক আসামীরস ম্যারা সাইফুল(৪২),পিতা- ইদ্রিস, সাং- তালুকদার পাড়া, আহলা করলডেঙ্গা মোঃ সুমন উদ্দিন(৩৬), পিতা- মৃত জাফর আহমদ, সাং- করলডেঙ্গা (তালুকদার পাড়া এদের মধ্যে ৪ নম্বর আসামি করা হয়েছে কামরুল ইসলাম(৪০), পিতা- মৃত শফিউর রহমান, করলডেঙ্গা, তৈয়বিয়া পাড়া। তবে এবিষয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, মাদক ব্যাবসার সাথে কামরুল ইসলাম কোন সময় জড়িত ছিলনা, তাদের পারিবারিক পুর্বশক্তুতার জের ধরে একটি মহল কামরুল ইসলাম’কে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। কামরুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য এলাকাবাসী জোর দাবি জানান। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এঘটনায় মামলা রুজুর পর গ্রেপ্তারকৃত আসামী নাছিরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, গতকালও উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে অভিযান চালিয়ে ১৫০ লিটার চোলাই মদ সহ আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট সর্দার পাড়ার মৃত গৌরাঙ্গ সর্দারের ছেলে শ্যামল সর্দার বাচা (৩৫) ও একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন রোশন (৫৩) কে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়।