মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান বলেন জনগণের মনোনয়নে আমি নির্বাচন করবো। শনিবার (১৪ই অক্টোবর) আলীরটেক ফেরী সার্ভিস উদ্বোধন শেষে দুপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। আলীরটেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ – আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম ওসমানের সহধর্মীনি নাসরিন ওসমান, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান মাসুম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলার কামরুল হাসান মুন্না, ময়ালী প্রধান আনোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন,মোঃ রফিক অত্র ইউনিয়নের মেম্বার, ও সংরক্ষিত নারী সদস্যা, এলাকার কয়েক হাজার নারী পুরুষ সহ প্রমূখ। প্রধান অতিথি আরো বলেন দল থেকে করবো নাকি, নিজে থেকে করবো, সেটাও সিদ্ধান্ত নিবে জনগণ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।