রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: দৈনিক ইনকিলাব ও দৈনিক কর্ণফুলীর রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মওলানা এম বেলাল উদ্দিনের পিতা সাবেক কাস্টম কর্মকর্তা আলহাজ্ব জহুর আহম্মদের ১৯তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল (১৭ মে শনিবার) নিজ বাড়ীতে অনুষ্টিত হবে।এদিন খতম,কবর জেয়ারত ও সংক্ষিপ্ত জেয়াফতের আয়োজন করা হয়েছে।মরহুমের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের ছেলে,মাওলানা বেলাল উদ্দিন,ইঞ্জনিয়ার সাইফুল ইসলাম ও মোঃ বোরহান উদ্দিন।