1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মেডি স্কয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর শুভ উদ্বোধন গলাচিপায় ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কাঙ্খিত ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে কুয়াকাটার জেলেরা লক্ষ্মীপুর আমজনগণ পার্টির ঈদ পূর্ণমিলনী পূর্বাচল ৩০০ ফিটে যৌথ বাহিনীর অভিযান বিপুল উৎসাহ উদ্দীপনা পটিয়ার বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করলেন ইদ্রিস মিয়া জন আকাঙ্খা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’ – নুরুল হক নুর পটিয়ার বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন সাংবাদিক তুরান রানানের পিতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রেসক্লাবের বিবৃতি কিল্লালপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

সুনামগঞ্জ প্রতিনিধি: দ্বন্ধে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই,এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন। এরপর একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেস অতিথির ব্ধসঢ়;ক্তব্য রাখেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া,বিঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিঞ্জ বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খানঁ,সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন,জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন,বিঞ্জ আইনজীবি এড. মোঃ শামসুল হক,বিঞ্জ আইনজীবি এড. মল্লিক মঈনুুদ্দিন সুহেল,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল হক,সাধারন সম্পাদক এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ।এছাড়াও বক্তব্য রাখেন,উপকারভোগী দুইজন নারী ববিতা সরকার ও সাজমা বেগম।

সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন বলেছেন,বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্র। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়,অস্বচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে।

পাশাপাশি দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ও আপোষে নিস্পত্তির সুযোগ রয়েছে। তিনি আরো বলেন দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে দেশটাকে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি তিনি আহবান জানান। পরে সেরা প্যানেল আইনজীবি হিসেবে বিঞ্জ আইনজীবি মোছাঃ নাজনীন বেগম ও এড. মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি