জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চাষাঢ়া গোল চত্বরে আয়োজিত শ্রমিক লীগের জনসভায় হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করে মিছিলে যোগ দিয়েছেন জাতীয় ঘাট শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম মিয়া। আজ বৃহস্পতিবার ১২ ই অক্টোবর দুপুরে এই জনসভায় যোগ দিতে কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগের দলীয়, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শামীম ওসমানের নামে বিভিন্ন স্লোগান দিয়ে শাহ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জের চাষাঢ়া গোল চত্বরে সামনে জনসভাস্থলে যোগদান করেন। এই সময় মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলার কমিটির সদস্য মোঃ পাভেল খান, মুক্ত গার্মেন্টস ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাজী মোহাম্মদ রহমত উল্লাহ, ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।