৯ মার্চ শনিবার বেলা ৩ টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের দক্ষিণ লক্ষনখোলা এলাকায় নাসিক ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে টিসিবির পণ্য আত্মসাৎকারী নাসিক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা’র বিচার দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ’র উপর একই সিটির ২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর শামসুজ্জোহার অতর্কিত হামলা ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও দ্রুত বহিষ্কার এবং গ্রেফতার করার দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ মূর্খ, অর্থলোভী কাউন্সিলর শামসুজ্জোহার টিসিবির পণ্য আত্মসাৎ করায় মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে শত শত নারী-শিশু ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে গ্রেফতার করার ও বিচারের দাবি করেন।তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের কথা বিবেচনা করে আমাদেরকে টিসিবির পন্য দিচ্ছে, এতে আমরা সুবিধা পাচ্ছি অথচ ২৬ নং ওয়ার্ড কাউন্সিল এ পণ্য বাহিরে বিক্রি করে আমাদেরকে ঠকাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এজন্যই আমরা আজ রাস্তায় নেমে এসেছি। শামছুজ্জোহা চুরিও করবো আবার নারীর উপর হাত উঠাবে এর বিচার চাই। বক্তব্য রাখেন, মো. গাজীউর রহমান গাজী, মো. দেলোয়ার হোসেন, মাজেদা বেগম, ইভা, মফিজ সাউদ, সানিয়া সাউদ এর স্বামী টিটু সাউদ, মাহাবুব সাউদ প্রমুখ।