বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মজলুম জননেতা, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর আলহাজ্ব হযরত মাওলানা মঈনুদ্দিন আহমাদের শ্বশুর নারায়ণগঞ্জের পাঠানতুলি নিবাসী বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক, আলহাজ্ব ডাঃ মোঃ মনিরুল ইসলাম সাহেব গত রাত ১ঃ৩০ মিনিটে নারায়ণগঞ্জের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুর সময় তিনি তাঁর তিন ছেলে দুই মেয়ে, নাতি- নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে শোক বানী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ও সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম। যৌথ শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাঁর সকল গুনাহ খাতা ক্ষমা করার জন্য এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তারা যেন সবরে জামিল ধারণ করতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন। মরহুমের জানাজা আজ বাদ জুমা পাঠানটুলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, আলহাজ্ব মোঃ মমিনুল হক, প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়্যা, ডঃ মোহাম্মদ আলী আশরাফ খান, মোহাম্মদ আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন সহ অত্র অঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।