তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পর্শে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার রামপুর গ্রামের আকবর আলীর ছেলে আলা উদ্দিন (৬৫) ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে অতিবৃষ্টি ও ঝরে ক্ষতিগস্ত বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের সোহেল ঘটনা সততা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, এ বিষয়ে থানায় একটি ডাইরি হয়েছে।