তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২জন আহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটে ১১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায়। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২জন নারী রয়েছে। নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২), ত্রিশালের রাগামারার আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক বলে স্থানীয়রা জানায়। হাসপাতালে নেওয়ার পথে একজন নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাঁর পরিচয় শনাক্ত হয়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেড়িয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে এই বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করিয়ে চলে যেতে চায়। তারপর হঠাৎ আরেকটি বাস এসে সিগনাল দিয়ে দাঁড় করানো বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে তারাকান্দায় ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সাবরেজিস্টার অফিসের সামনে মানসিকভাবে অপ্রকৃতস্থ গোলাম রব্বানী (৪৮) নামের একজন গাড়ির চাপাই পৃষ্ট হয়ে ঘটনার স্থলেই মৃত্যু হয়। ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত। স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে, গোলাম রব্বানী উপজেলার চরারকান্দা গ্রামে মামার বাড়িতে বসবাস করতো। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে আত্নীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।