মহিদুল ইসলাম শাহীন বটিয়াঘাটাঃবটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক খুলনা ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার’র পিতা দক্ষিণ খুলনাবাসীর প্রিয় মানুষ খুলনা বিভাগের হেড পন্ডিত ও খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার বিশিষ্ট শিক্ষাবিদ স্বর্গীয় শ্রী সুধীর কুমার টিকাদার’র ১৭ তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পারিবারিক ভাবে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে । তিনি ১৯৪১ সালে তৎকালীন অবিভক্ত ভারত বর্ষের বর্তমান বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্ৰামের সম্ভ্রান্ত টিকাদার পরিবারের স্বর্গীয় কালি পদ টিকাদার পুত্র এবং স্বগীয় মাতা বিনোদিনী টিকাদার’র গর্ভে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন আজীবন ছিলেন শিক্ষানুরাগী । তিনি লেখা পড়ার পাশাপাশি এসএসসি পাস করে প্রথমে জলমা-চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বিরাট মাধ্যমিক বিদ্যালয়,পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা জেলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল এবং সর্বশেষ ২৪ বছর যাবৎ সনামধন্য খুলনা জেলা স্কুলে সহ দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেন । শিক্ষা জীবনে তিনি বিএ,বিএড,বিইএস, ইংরেজি বয়স্ক শিক্ষা ও হিসাব বিজ্ঞানে পারদর্শী কাব্যতীর্থ ও ব্যকরণতীর্থ পাস করেন । হিন্দু সাস্ত্রীয় ধর্মগ্ৰন্থ শ্রীমৎ ভাগবত গীতা ও কিশোর বাংলা ব্যাকরণ রচনা বই খানা তিনি নিজেই সম্পদনা করেছেন । এছাড়াও তিনি নবযুগ, সুদর্শন ও লোকনাথ পঞ্জিকায় পন্ডইতমন্ডলঈর মধ্যে বিশেষ স্থান অধিকার করেছেন । জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণেতা ছিলেন । এছাড়াও তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর বোর্ড সমূহের মডেরেটর অত্যন্ত কঠোর ও গোপনীয় দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন । তিনি ছিলেন দক্ষিণ খুলনা’র অসহায় মানুষের ভাগ্য উন্নয়ন ও নিবেদিত প্রাণপুরুষ।