সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচপা (পটুয়াখালী) প্রতিনিধি:দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে পটুয়াখালীর গলাচিপায় সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুমার নামাজ বাদে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে পৌরমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মো. নুরুজ্জামান, মাওলানা মো. মাঞ্জার হোসেন, মাওলানা মো. মানসুর, মাওলানা মো. হেলাল উদ্দিন, মাওলানা মো. হেদায়েত উল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।