1. [email protected] : b.m. altajimul : b.m. altajimul
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
  4. [email protected] : Md Salim Reja : Md Salim Reja
  5. [email protected] : Kamrul islam rimon : Kamrul islam rimon
  6. [email protected] : Torik Hossain Bappy : Torik Hossain Bappy
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহের ১০টি আসনের ফলাফল, ১টি আসন স্থগিত - শিক্ষা তথ্য
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজাদপুরে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মাঠে নামলেন এই প্রথম জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষকের ছেলে আহত পাগলায় রাধাগোবিন্দ মন্দিরের দেবোত্তর সম্পত্তি রক্ষার্থে মানববন্ধন পটিয়ায় এরশাদের মৃত্যু বার্ষিকী আলোচনা সমাবেশে- নুরুল ইসলাম কমিশনার এরশাদ ছিলেন উন্নয়নের রুপকার  রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আগামীকাল রাউজানে ১ লাখ ৮০ হাজার চারা রোপন করা হবে জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহের ১০টি আসনের ফলাফল, ১টি আসন স্থগিত

সংবাদদাতা :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ফাইনাল ফলাফল ঘোষণা করেছেন, তবে ১৪৮ ময়মনসিংহ -০৩(গৌরীপুর) আসনটির ফলাফল স্থগিত রয়েছে।
১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)
মোট ভোটার সংখ্যা: ৪,৫২,৮৯৭
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১৪৭
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১৪৭কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট–
১। মাহমুদুল হক সায়েম (ট্রাক) ৯৩,৫৩১ বিজয়ী।
২। জুয়েল আরেং (নৌকা) ৭৩,৮৫২।
৩। কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল) ৪৬৭।
৪। মাহবুবুর রহমান (মিনার) ৩৫৮।

১৪৭ ময়মনসিংহ-২ (ফুলপুর – তারাকান্দা)
মোট ভোটার সংখ্যা: ৫,৩৪,৬৭২
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১৭৪
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১৭৪ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট–
১। শরীফ আহমেদ (নৌকা) ১,৫২,৪২৯ বিজয়ী।
২। শাহ শহীদ সারোয়ার (ঈগল) ৪,৪৯২।
৩। মোঃ এনায়েত হোসেন (লাঙ্গল) ৫৬০।
৪। মুহাম্মদ তৈয়্যেব হোসাইন (মিনার) ৯৭০।

১৪৮ ময়মনসিংহ -০৩ (গৌরিপুর) ফলাফল স্থগিত। মোট ভোটার সংখ্যা: ২,৭৬,০৪০
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ৯২
প্রাথমিক বেসরকারি ফলাফল: ৯২ কেন্দ্র

১৪৯ ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর)
মোট ভোটার সংখ্যা: ৬,৫০,২৮৪
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১৭৭
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১৭৭ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট–
১। মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত (নৌকা) ১,৪৭,২৯২ বিজয়ী।
২। মোঃ আমিনুল হক (ট্রাক) ১,০৩,৫৪৬।
৩। আবু মোঃ মুসা সরকার (লাঙ্গল) ৫,৭০২।
৪। দেলোয়ার হোসেন দুলু (কাঁচি) ৯৬৮।

১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)
মোট ভোটার সংখ্যা: ৩,৩৬,১৬০
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১০৪
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১০৪ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:–
১। মোঃ নজরুল ইসলান (ট্রাক) ৫২,৭৮৫ বিজয়ী।
২। সালাহ উদ্দিন আহুনেদ (মুক্তি) (লাঙ্গল) ৩৪,১৬৮।
৩। বদর উদ্দিন আহমেদ (ঈগল) ৩,৪৯৬।
৪। আজহারুল ইসলান (গোলাপ ফুল) ৯৫০।

১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া)
মোট ভোটার সংখ্যা: ৩,৮৫,৯৮০
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১২১
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১২১কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:–
১। মোঃ আব্দুল মালেক সরকার (ট্রাক) ৫২,২৮৫ বিজয়ী।
২। মোঃ মোসলেম উদ্দিন (নৌকা) ৪২,৫৫৮।
৩। খন্দকার রফিকুল ইসলাম (কেটলি) ৩,২৬৭।
৪। সেলিমা বেগম (ঈগল)। ২,৫৪১।

১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল)
মোট ভোটার সংখ্যা: ৩,৫৭,৫১৭
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১২০
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১২০ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট
১। এ বি এম আনিসুজ্জামান (ট্রাক) ৭১,৭৩৮ বিজয়ী।
২। মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী (নৌকা) ৫০,৫৩১।
৩। মোঃ আব্দুল মজিদ (লাঙ্গল) ২,০৭৫।
৪। ডক্টর আব্দুল মালেক ফরাজী (সোনালী আশ) ৪৮৩।

১৫৩ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)
মোট ভোটার সংখ্যা: ৩,২১,৯২৮
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ৯২
প্রাথমিক বেসরকারি ফলাফল: ৯২ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট
১। মাহমুদ হাসান সুমন (ঈগল) ৫৬,৮০১ বিজয়ী।
২। ফখরুল ইমাম (লাঙ্গল) ২৭,৯৮৪
৩। মো. আব্দুল্লাহ আল মামুন (আাম) ৩৩৪
৪। মোঃ বদরুল আলম (প্রদীপ) (কেটলি) ১৯৩

১৫৪ ময়মনসিংহ- ৯ (নান্দাইল)
মোট ভোটার সংখ্যা: ৩,৭৪,৯৯৪
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১২০
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১২০ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:-
১। আব্দুস সালাম (নৌকা) ৮২,৩৭১ বিজয়ী।
২। আনোয়ারুল আবেদীন খান (ঈগল) ৬৩,১০০।
৩। হাসমত মাহমুদ (লাঙ্গল) ৮৬৭।
৪। আবু জুনাঈদ (সোনালী আঁশ) ২৭৩।

১৫৫ ময়মনসিংহ- ১০ (গফরগাঁও)
মোট ভোটার সংখ্যা: ৩,৮২,৯৪৬
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১১১
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১১১কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:–
১। ফাহমী গোলন্দাজ বাবেল (নৌকা) ২,১৬,৮৯৩ বিজয়ী।
২। মোহাম্মদ আবুল হোসেন (ট্রাক) ৭,৫১৯।
৩। মোঃ নাজমুল হক (লাঙ্গল) ৪,২৭৬।
৪। কায়সার আহাম্মদ (ঈগল) ৩,২৫০।

১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা)
মোট ভোটার সংখ্যা: ৩,৮২,৯৪৬
মোট ভোটকেন্দ্রের সংখ্যা: ১০৫
প্রাথমিক বেসরকারি ফলাফল: ১০৫ কেন্দ্র
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোট:–
১। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (ট্রাক) ৯৫,২৮০বিজয়ী।
২। কাজিম উদ্দিন আহম্মেদ (নৌকা) ৫৬,৪২০
৩। মোঃ হাফিজ উদ্দিন (লাঙ্গল) ৩২৮
৪। এ.বি.এম. জিয়া উদ্দিন(একতারা) ১৭৮

স্থগিতকৃত ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দায়িত্বরত সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুল করিম জানান, অত্র আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি (নৌকা) নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকের সঙ্গে ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। ভোট গ্রহনের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়। এতে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি