নিজস্ব সংবাদদাতা: বিএনপি ও জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের নাশকতা ঠেকাতে নারায়নগঞ্জ রেল স্টেশনে আনসারের একটি টিম দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ সদরের গলাচিপা এলাকার মৃত রহমান’র পুত্র জামাল হোসেন (৫০) কে নাশকতার দায়ে আটক করা হয়েছ। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১.৪৫ মিনিটে এ ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়- ১নং রেল স্টেশন কালিবাজার থেকে চাষাঢ়া রেলস্টেশন পর্যন্ত পিসি মিরাজুন নবী’র নেতৃত্বে টহল পরিচালনাকালে আনসার আনোয়ার হোসেন, ২নং রেল গেইটে জামাল হোসেন নামে একজন ব্যক্তি কর্তৃক রেল লাইনের স্লিপারের নাট খুলে ফেলার সময় হাতেনাতে আটক করে। সাথে সাথে বিষয়টি স্টেশন মাস্টারকে অবগত করে। অতঃপর আটককৃত ব্যক্তিকে রেল স্টেশন কালিবাজার নিয়ে যাওয়া হয়। স্টেশন মাষ্টার উক্ত ব্যাক্তিকে জিআরপি পুলিশের হাতে সোপর্দ করেন।