নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীর নৌ শ্রমিকদের আতংকের আরেক নাম চাঁদাবাজ পিন্টু। চাঁদাবাজ পিন্টু নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপগঞ্জ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত নৌ পথে দীর্ঘদিন ধরে নৌ শ্রমিক ও মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। খোঁজ নিয়ে জানাযায়, পিন্টু নৌযান শ্রমিক নেতা সবুজ শিকদারের ছত্রছায়ায় শীতলক্ষ্যা নদীতে রূপগঞ্জ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত নৌ পথে দীর্ঘদিন ধরে নৌ শ্রমিক ও মালিকদের কাছ থেকে প্রতিদিন ৪০/৫০ হাজার টকা করে চাঁদাবাজি করে আসছে, এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অবৈধ ভাবে চাঁদ বাজী করার অপরাধে নবীগঞ্জ থেকে নৌকাসহ চাঁদাবাজ পিন্টুকে গ্রেপ্তার করে নৌ পুলিশ থানায় নিয়ে আসে এরপর সর্তসাপেক্ষ মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়, বর্তমান চাঁদাবাজ পিন্টু আবারো শান্তিনগরে আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত ঘাটে চাঁদাবাজি করে আসছে পিন্টুর সাথে অজ্ঞত আরো ১০/১২ জন লোক। পিন্টু বরগুনা জেলার সদর উপজেলার দক্ষিণ রায় ভোগ এলাকার মোঃ ছক্কাত এর ছেলে, পিন্টু বর্তমানে নারায়নগঞ্জ বন্দরের ইস্পাহানি বাজার এলাকায় বসবাস করেন। এবিষয়ে নৌ মালিক ও শ্রমিকরা বলেন, আমরা নিরুপায় পিন্টু পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন চাঁদা তুলছে, পুলিশ পিন্টুকে ধরে নিয়ে অদৃশ্য ইশারায় ছেড়ে দেয়। এবিষয়ে নারায়ণগঞ্জ নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে নাই, যদি কেউ অভিযোগ নিয়ে আসে তাহলে আমরা ব্যবস্থা নিবো। এবিষয়ে অভিযুক্ত চাঁদাবাজ পিন্টু বলেন, কোনো চাঁদাবাজি করি নাই, একটা সময় সংগঠনের টাকা তুলতাম এখন তুলি না, আমি একজন সুগানি বর্তমানে এম.ভি.জসিম উদ্দিনে চাকুরী করি।