
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃবিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে বাস ছাড়া সব যানবাহনই চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই জেলা শহরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ইজিবাইক অবাধ বিচরণ দেখা গেছে। সময়মত ছেড়ে গেছে ট্রেনেও। এছাড়াও পরিমানের তুলনায় কম চলেছে ট্রাক। বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। জেলা শহরের সঙ্গে উপজেলা শহরের লোকজনের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে ইজিবাইক, সিএনজি যোগে ভেঙে ভেঙে যাতায়াত করছেন অনেকেই।
জরুরি কাজে তেঁতুলিয়া থেকে জেলা শহরে এসেছেন সংবাদ কর্মী এসকে দোয়েল। তিনি বলেন, তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে নিয়মিত মিনিবাস চলাচল করে। কিন্তু অবরোধের কারণে বাস চলাচল বন্ধ থাকায় দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার পথ ভেঙে ভেঙে ইজিবাইক যোগে আসতে হয়েছে। যেতেও হবে একইভাবে।
পঞ্চগড় জেলা শহর থেকে চাকুরির সুবাদে তেঁতুলিয়া উপজেলায় যাবেন সাহিদুল ইসলাম। তিনি বলেন ইজিবাইকে করে চুক্তিতে গেছি। এতে সময় ও অর্থ অতিরিক্ত ফুরিয়েছে।
তিন দিন অবরোধের প্রথম দিনে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মী রাস্তায় দেখা যায়নি। জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কিছু নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। অপরদিকে, অবরোধের প্রতিবাদে সতর্কবস্থায় রয়েছে পুলিশ-আ.লীগ।বসানো হয়েছে মোড়ে ও বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিভিন্ন সময়ে রাস্তায় মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছে আ.লীগের নেতাকর্মীরা। অবরোধে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।