সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃবাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের নৌকা মার্কার মনোনীত পদপ্রার্থী মো.নাঈমুজ্জামান ভুঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ করেছেন চেয়ারম্যান নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচনি এলাকা ১ পঞ্চগড়-১ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ, পঞ্চগড়, মোছাঃ মার্জিয়া খাতুন। মঙ্গলবার (৫ ডিসেম্বর)এ নোটিশ করা হয়। তিনি আগামী ৬ ডিসেম্বর বুধবার দুপুর ১২.৩০ মিনিটে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১(ক) এর ৫(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করেন। নোটিশে বলা হয়েছে,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর গত ২ ডিসেম্বর শনিবার আনুমানিক রাত ১০.০০-১১.০০ ঘটিকায় কর্মী ও সমর্থক সহ পঞ্চগড় উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে পানিমাছ পুকুরী বাজারে নির্বাচনী প্রচারণার আয়োজন করেন। নির্বাচনী প্রচারণায় আপনার উপস্থিতিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য প্রদানকালে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙ্গে দিবেন মর্মে কর্মী সমর্থকদেরকে নির্দেশ দেন। এবং বিপরীত প্রার্থীর সমর্থকদের কে হুমকী প্রদান করেন।যার ভিডিও বিভিন্ন লোকজন সামাজিক যোগোযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।এতে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে সাংবাদিকদের বলেন, যে বক্তব্যটির বিষয়ে নোটিশ করেছে সেটি আমার বক্তব্য ছিল না। তবে আমার মঞ্চে করেছে সেজন্য আমি এর দায় এড়াতে পারিনা। বুধবার স্বশরীরে হাজির হয়ে এর জবাব দেব।