সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃপঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুঁইয়া ও দুই আসনে অ্যাড.নুরুল ইসলাম সুজন নৌকার প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেন। পঞ্চগড়-১ আসনে ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ভোট পেয়েছেন ৫৭ হাজার ২১০টি। জানা যায়,পঞ্চগড়-১ আসনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ২২ জন।৷ ১৫৬ টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড.নুরুল ইসলাম সুজন, ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত প্রার্থী লূৎফর রহমান রিপন পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।
পঞ্চগড়-২ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন।১৩১ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।