পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলা আশিয়া ইউনিয়নে বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মাষ্টার’কে হত্যার হুমকি ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তার তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ শহিদুল ইসলাম, পটিয়া উপজেলার সভাপতি আবদুল গণী, সাধারণ সম্পাদক অরুণ কুমার মিএ। ২ ফেব্রুয়ারী বাংলাদেশ শিক্ষক সমিতির পটিয়া উপজেলার প্যাডে স্বাক্ষরিত নেতৃবৃন্দ সংবাদ পএে প্রেস বিজ্ঞপ্তিতে বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন ও চরম হেনস্তার তিব্র নিন্দা প্রতিবাদ জানান। স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্ব জেরে স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কে হেনস্তা করার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান জানান, স্কুলের ম্যানেজিং কমিটির জের ধরে গত ২৯ জানুয়ারি আমার অফিস কক্ষে আমাকে চরম হেনস্তা করে আমি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন অবহিত সহ থানায় অভিযোগ দায়ে করেছি।