বন্দর প্রতিনিধিঃ পবিত্র ওমরা হজ্জ্বের উদ্যেশ্য মক্কার উদ্যেশ্যে দেশ ছাড়ছেন রেমিট্যান্স যোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা হাজী আহমেদ তুষার মাইনউদ্দিন। বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে সৌদি এয়ারলাইনসের মাধ্যমে মক্কায় রওনা দিবেন তিনি। ওমরা হজ্জ্ব পালন উপলক্ষে তিনি বুধবার দুপুরে তার বুরুন্দির বাসভবনে মিলাদ ও দোয়া ও শতাধিক মানুষের জন্য গরিবভোজের আয়োজন করেন। মাইনউদ্দিন তুষার বলেন,আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি। আমি যেন সুস্থ থেকে সুষ্ঠভাবে হজের কাজ শেষ করতে পারি এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন আমার ওমরাকে কবুল সবার কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি বলেন, মক্কায় গিয়ে আমি অবশ্যই দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া চাইব। এদেশের মাটি ও মানুষ যেন শান্তি সুখে থাকতে ও আল্লাহ যেন বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে দেন সে দোয়াই করবো।