পবিত্র মেরাজুন্নবী সাঃ ও ওরশে খাজা গরীবের নেওয়াজ উপলক্ষে গোগনগর ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ ফেব্রুয়ারী বাদ এশা গোগনগর গাউছিয়া ইসলামী পাঠাগার মিলনায়তন এ আয়োজন করা হয়।গাউছিয়া পাঠাগার পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন মন্ডল এর সভাপতিত্বে সংবধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবহান সমাজসেবক, গোগনগর,নারায়ণগঞ্জ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনির হোসেন আহ্বায়ক, গাউছিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ সদর থানা। বিশেষ অতিথি ছিলেন এডঃ মোঃ দুলাল হোসেন জজ কোর্ট, নাঃগঞ্জ, গাজী মোঃ সোহেল রানা ইন্সপেক্টক,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ঢাকা, হাবিবুল হাসান সমাজ সেবক,গোগনগর,নাঃগঞ্জ। মাহফিলে বয়ান করেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম দুলালী আল কাদেরী ইমাম ও খতিব বায়তুল নুর উলুম জামে মসজিদ ডিয়ারা নাঃগঞ্জ। হযরত মাওলানা মুফতি গাজী আব্দুল হাফিজ। ইমাম ও খতিব গাউছুল আজম জামে মসজিদ গোগনগর নাঃগঞ্জ।