রবিউল আলম গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন কে আটক করেছে পূবাইল থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ প্রায় ১৫ বছর যাবৎ কুদাব বাগিচা এলাকায় রিনা আক্তার তার নিজ বাসায় দেহ ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। এলাকা সূত্রে জানা যায় মূল অভিযুক্ত রেনু আক্তার স্থানীয় ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকার মৃত নসুর উদ্দিন ভূঁইয়ার মেয়ে ও আলমগীর ভূইয়ার বোন। আলমগীর ভূইয়া কুদাব বাইতুন মামুর জামে মসজিদ এর সাধারণ সম্পাদক। এ ব্যাপারে আলমগীর ভূইয়ার সাথে যোগাযোগ করিলে তিনি বলেন রেনু আমার বোন তবে এসব ব্যাপারে আমার জানা নাই।গত ২৭ অক্টোবর রাতে পূবাইল থানার কর্মরত এস আই মারফত আলীর নেতৃতে একটি টিম রেনু আক্তার (রিনা) এর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেপ্তারকৃতরা হলেন,১ সুমি আক্তার লিজা (৩৫) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বাগাদিয়া গ্রামের ইমাম হোসেনের কন্যা বর্তমান ঠিকানা ৪৮ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ২,তানিশা(১৮) ময়মনসিংহ জেলার গফরগাও থানার বাংগালকান্দি গ্রামের আবুল হোসেনের কন্যা।৩,মাসুদা বেগম (৩৮) কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার বখরাপুর গ্রামের হাসান সরকারের স্ত্রী।৪,কোহিনূর (১৯)তার গ্রামের বাড়ি কালিগঞ্জ থানার সাতানি পাড়া মো: সাইফুল ইসলামের কন্যা ও হান্নান মিয়ার স্ত্রী বর্তমান ঠিকানা কুদাব বাগিচা এলাকা এ ছাড়াও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের পূবাইল থানার তালটিয়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে সাহাদাত হোসেন (২৭)কে একই সময় আটক করেছে পুলিশ। এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, তাদের কে আটক করে মামলা দিয়ে গাজীপুর কোর্টে প্রেরন করা হয়েছে।