তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুরে এই প্রথম আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা সংক্রান্ত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রাঙ্গণে ১৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলপুর-তারাকান্দার সহকারী পুলিশ সুপার মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি তদন্ত মোঃ বন্দে আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর প্রেসক্লাবে সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক(তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি সহ বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ও নব যোগদানকৃত সহ উপজেলার সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার(এসআই) মোঃ মেহেদী হাসান সুমন মিয়া।