তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃশেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮ অক্টোবর বুধবার সকাল থেকেই যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে প্রথমেই উপজেলা প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ সহ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসারশিহাব উদ্দিন খান উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাশার ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, আব্দুস সালাম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীলসমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ‘শেখ রাসেলকে শত্রুরা অতি নৃশংস ভাবে হত্যা করেছে এর ইতিহাস সকলকে জানতে হবে। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা শেখ রাসেল দিবসের তাৎপর্য সম্পর্ক জানাতে হবে। ভবিষ্যতে তারা একদিন এ দেশের হাল ধরবে। তোমরাই একদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, জজ ব্যারিস্টার ইত্যাদি হবে।’