তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে থানা কম্পাউন্ডে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তুপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। ফুলপুর কেন্দ্রীয় ভাষা সৈনিক মরহুম শামছুল হক চত্বর ও ঠাকুরবাখাই, রামসোনা, নীলগঞ্জ, মধ্যনগর, পয়ারী, বড়ইকান্দি, ফতেপুর ডোবারপাড় বধ্যভূুমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ, ফাতেমা পাঠ ও মোনাজাত/প্রার্থনা করা হয়। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউট দের অংশগ্রহনে সম্নিলিত কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন করা হয়। এছাড়াও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর-তারাকান্দার সার্কেল এসপি মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সহ গণমানব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলাতায়নে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মহিলাদের অংশগ্রহনে মুক্তিযোদ্ধা বিষায়ক আলেচনা ও মহিলা ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।