নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র একেএম অয়ন ওসমানের জন্মদিন উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী হাজী আহমেদ তুষার মাইনউদ্দিনের উদ্যোগে মিলাদ মাহফিল, কেক কাটা ও খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১নভেম্বর বিকেলে বন্দরের বিভিন্ন স্পটে প্রথমেই পথচারীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়, পরে বাদ এশা কলাগাছিয়ায় বুরুন্দী এলাকায় মোহাম্মদীয়া নুরানীয়া ও হাফেজিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া পূর্বক অনুষ্ঠানে হাজী মাঈনউদ্দিন বলেন, নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশের আইকন ও গনমানুষের নেতা একেএম শামীম ওসমান এমপির পুত্র যুব সমাজের অহংকার একেএম অয়ন ওসমানের শুভ জন্মদিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, পাশাপাশি ওসমান পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করছি।
এ সময় দোয়ায় মাহফিলে অংশ নেন বন্দর উপজেলা আ’লীগের কার্য্যকরী সদস্য জুলহাস সরকার, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী কবির হোসেন, শাহিন ভূইয়া, ছাত্রলীগ নেতা অর্নব হাসান, যুবলীগ নেতা দিপু, রিন্তু প্রমূখ।