বন্দরে পূর্ব শত্রুতার জেরে বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নাইটগার্ড সিফাত(২৪)কে পিটিয়ে জখম করেছে বাড়ইপাড়া এলাকার কিশোর সন্ত্রাসী রোহিদসহ সাঙ্গপাঙ্গরা। শনিবার ২রা ডিসেম্বর দুপুর ১২টার দিকে বাড়ইপাড়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত নাইটগার্ড সিফাত বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানাগেছে,বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নাইটগার্ড সিফাতের সাথে বিবাদী বাড়ইপাড়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে কিশোর সন্ত্রাসী রোহিদ,সিহাব,রোহান ও তুহিনের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। প্রায় সময়ই বিবাদীরা ধারালো অস্ত্র দেখিয়ে নিরিহ নাইটগার্ড সিফাতকে ভয়ভীতি প্রদর্শণ করত। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টার দিকে নাইটগার্ড সিফাত ও তার বন্ধু ফয়সাল বাড়ইপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় ওই এলাকার চিহিৃত কিশোর সন্ত্রাসী রোহিদ,বোবার ছেলে তুহিন,মোশারফ মিয়ার সন্ত্রাসী দুই ছেলে সিহাব ও রোহানসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। নাইটগার্ড সিফাত প্রতিবাদ করলে কিশোর সন্ত্রাসী রোহিদ এসএস পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে হামলাকারীরা নাইটগার্ড সিফাতের বন্ধু ফয়সাল বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে কাটা জখম করে। আহতদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত নাইটগার্ড সিফাত ও তার বন্ধু ফয়সালকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।