বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জ বন্দরে চাঁদার দাবিতে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় বকাটে সন্ত্রাসী হেমায়েত গং।
চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বাড়ির পানিও পয়ঃনিষ্কাশনের পাইপ তুলে নিয়ে গেছে এবং সে স্থানে মাটি ভর্তি বস্তা ফেলে রেখে কাজ বন্ধ করে দিয়েছি চাঁদাবাজরা। এ ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ বন্দর ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দা তিন গম্বুজ জামে মসজিদ এলাকায়।এ ব্যাপারে ভুক্তভোগী বাড়ির মালিক প্রবাস ফেরত শামসুদ্দিন বাদী হয়ে বন্দর থানায় ৯ ডিসেম্বর চাঁদাবাজ হেমায়েত গংদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীসহ অভিযোগ থেকে জানা গেছে, বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা এলাকার মৃত শের আলীর ছেলে প্রবাস ফেরত শামসুদ্দিন প্রায় এক বছর পূর্বে পার্শ্ববর্তী দড়ি সোনাকান্দা এলাকার আব্বাস আলী স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে চলাচলের জন্য চার ফুট রাস্তা সহ ৩ শতাংশ জায়গা ক্রয় করে। ভুক্তভোগী শামসুদ্দিন উক্ত জায়গার উপর ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। বাড়ির পয়ঃনিস্কাশনের জন্য 9 ডিসেম্বর সকালে চলাচলের রাস্তা দিয়ে পানি অপসারণের জন্য পাইপ স্থাপন করছিল। এ সময় স্থানীয় হেমায়েত, বেলায়াতসহ কয়েকজন মিলে কাজে বাধা দেয় এবং মিষ্টি খেতে ৩০ হাজার টাকা চাদা দাবী করে। টাকা না দেওয়ায় পাইপ স্থাপনের কাজ বন্ধ করে দেয়।কোন উপায় না পেয়ে স্থানীয় লোকদের অবহিত করে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শামসুদ্দিন। সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।