1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
বরগুনায় জলবায়ু লড়াইয়ে যুব শক্তির উন্মেষ - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মেডি স্কয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর শুভ উদ্বোধন গলাচিপায় ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কাঙ্খিত ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে কুয়াকাটার জেলেরা লক্ষ্মীপুর আমজনগণ পার্টির ঈদ পূর্ণমিলনী পূর্বাচল ৩০০ ফিটে যৌথ বাহিনীর অভিযান বিপুল উৎসাহ উদ্দীপনা পটিয়ার বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করলেন ইদ্রিস মিয়া জন আকাঙ্খা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’ – নুরুল হক নুর পটিয়ার বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন সাংবাদিক তুরান রানানের পিতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রেসক্লাবের বিবৃতি কিল্লালপুল এলাকায় পরিত্যক্ত ঝোপ থেকে মাথায় আঘাতের চিহ্নসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বরগুনায় জলবায়ু লড়াইয়ে যুব শক্তির উন্মেষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৭ Time View
অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে আরও ঘন ঘন এবং আরও তীব্র রূপে। হোক তা বন্যা, ঘূর্ণিঝড় কিংবা তীব্র তাপপ্রবাহ, এর প্রতিটি অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণ প্রজন্ম। অথচ বৈশ্বিক আলোচনায় তাদের প্রতিনিধিত্ব এখনও পর্যাপ্ত নয়। এই প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ফ্রন্টলাইনে থাকা বরগুনার তরুণদের নিয়ে আয়োজন করা হলো ‘ট্রেনিং অন ক্লাইমেট এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইয়ুথ অ্যাকশন বরগুনা’।
শুক্রবার (১৬ মে) বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণে দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে সকাল ৯টায় শুভ উদ্ভোদনী বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ।
এই অনুষ্ঠানের সহআয়োজক হিসাবে ছিলেন বরগুনা ইয়ুথ হাব ফর ক্লাইমেট ইমপাওয়ারমেন্ট, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ), উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস), বাংলাদেশ ইয়ুথ কালচারাল অর্গানাইজেশন, সোনার বাংলা ইয়ুথ ক্লাব, এমএস ডিজাইন প্রতিষ্ঠান গুলো। এই প্রশিক্ষণে বরগুনা ছাড়াও উপকূলের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৭০ জন যুব অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তরুণদের জলবায়ু ন্যায্যতা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা, পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা এবং তাদেরকে জলবায়ু কার্যক্রমে যুক্ত করা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে গভীর ধারণা অর্জনের সুযোগ, যুবদের নেতৃত্বগুণ ও কৌশলগত দক্ষতা উন্নয়ন, বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের প্রস্তুতি, অভিজ্ঞ সংগঠকদের সঙ্গে নেটওয়ার্কিং গঠন, আলোচনাসহ অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ এবং জলবায়ুর ন্যায্যতায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণের সুযোগ রাখা হয়।
আয়োজকেরা বলেন, বরগুনা উপকূলীয় জেলা হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এখানকার তরুণদের সচেতন ও সংগঠিত করা গেলে পরিবেশ রক্ষার আন্দোলন আরও জোরদার হবে।
এই প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে বরগুনার তরুণরা এখন শুধু জলবায়ু সংকটের ভুক্তভোগী নয়, বরং পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে এগিয়ে আসছে বলে মনে করছেন স্থানীয় পরিবেশবাদী ও উন্নয়ন সংস্থাগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি