1. [email protected] : Gk Russel : Gk Russel
 2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
 3. [email protected] : pbangladesh :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বরিশালে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা :
 • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
 • ৩৭ বার দেখা হয়েছে

নূর মোহাম্মদ আরিফ, বরিশাল প্রতিনিধিঃ- “সুস্থ দেহ সুস্থ মন, সমৃদ্ধ জাতি গঠন” এই স্লোগানে আজ শুক্রবার দিনব্যাপী বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী পুরুষ শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার মাঠ।

অনামিকা হক ও কামাল শরীফের যৌথ সঞ্চালনায় পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা শাখার পরিচালক ও হেযবুত তওহীদের জেলা সভাপতি রুহুল আমিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা এবং হেযবুত তওহীদের বিভাগীয় আমির মোঃ আল আমিন সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ কবির মৃধা, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হেযবুত তওহীদের ফরিদপুর জেলা সভাপতি মাহাবুবুল আলম নিক্কন এবং মহানগর হেযবুত তওহীদের সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে, তাই সুস্থ-সবল যুবসমাজ গঠনে এ ধরনের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই।’

ক্রিড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ছেলেদের ৮০০ মিটার দৌড়, মোরগ লড়াই, চোখ বেঁধে পাতিল ভাঙ্গা, বস্তার মধ্যে পা রেখে দৌড় প্রতিযোগিতা, কাবাডি খেলা, ফুটবল প্রতিযোগিতা, অপরদিকে মেয়েদের অংশগ্রহণে বালিশ খেলা, শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়সহ প্রায় তিরিশ টিরও বেশি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী খেলাধুলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:২২
 • ১২:০২
 • ৪:৩০
 • ৬:২৪
 • ৭:৪০
 • ৫:৩৭
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি