রবিবার হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃকাল ২৭ ই ডিসেম্বর ২০২৩,রোববার ,সন্ধ্যা ছয়টা নিউইয়র্ক এর বাংগালি অধ্যাষিত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের ,বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সিরাজুল আলম খানের ভূমিকা “একটা সময়োপযোগী সিদ্ধান্ত সেমিনার অনুষ্ঠিত হবে ।এতে দল মত সবাইকে স্বাদর অংশ নেয়ার আহবান জানিয়েছেন সংগঠনের আহবায়ক প্রফেসর ড.মহসিন পাটোয়ারী ও সদস্য সচিব শাহাব ঊদ্দিন ।